নাটোরে ৮ বছরের শিশুর করোনা পজিটিভ
নাটোরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের বাড়ি লালপুর উপজেলায়। তার বয়স আট বছর।
সোমবার (০১ জুন) রাতে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নশ্চিত করেছেন। এ নিয়ে নাটোরে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৫৬ জন। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব থেকে নাটোরের লালপুরের আট বছরের এক শিশুর করোনা পজিটিভ বলে জানানো হয়। আমরা ওই শিশুর বাড়ি লকডাউন করাসহ তার সংস্পর্শে যারা এসেছে তাদের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছি।
রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ