ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:১২ এএম, ০২ জুন ২০২০
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে নতুন করে দুইজন স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২ জন। এর মধ্যে মারা গেছেন একজন। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার (১ জুন) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার সাতজন, বালিয়াডাঙ্গীর তিনজন ও হরিপুরের একজন রয়েছেন। সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে দুইজন সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এছাড়া শহরের মুসলিমনগর এলাকায় আক্রান্ত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। অপরদিকে সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের জালালী গ্রামের ৪৮ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজন পুরুষ ও বাকি দুজন নারী। আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি উপজেলার লালাপুর গ্রামে ও অপরজনের বাড়ি চাড়োল ইউনিয়নে।

এছাড়া হরিপুর উপজেলায় ৯০ বছর বয়সী এক ব্যক্তি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসা উপজেলার হরিপুর ইউনিয়নে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সোমবার নতুন ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২২ জন। যাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।