ফেনীতে করোনায় আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৪ জুন ২০২০
ফাইল ছবি

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধীরেন্দ্র দেবনাথ (৭৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া থানাপাড়ার বাসিন্দা। বুধবার (৩ জুন) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্রে জানা যায়, করোনা উপসর্গ দেখা দেয়ার পর গত ২৯ মে ধীরেন্দ্র দেবনাথের নমুনা সংগ্রহ করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। ৩১ মে নমুনা তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বয়স বেশি এবং স্ট্রোকের রোগী হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে যান। তবে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে হোম আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীকে ধর্মীয় নিয়ম অনুযায়ী সৎকার করার জন্য কর্তব্যরত টিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, ছাগলনাইয়ায় এখন পর্যন্ত ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। তিনজন হাসপাতালে ও ছয়জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বুধবার রাতে ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনিল সাহা (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শহরের সমবায় সুপার মার্কেট সংলগ্ন নিজ বাসায় তার মৃত্যু হয়। তিনি শহরের এফ রহমান এসি মার্কেটের শাড়ীজ’র স্বত্বাধিকারী ছিলেন।

রাশেদুল হাসান/আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।