গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৭ জুন ২০২০
ফাইল ছবি

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মাইনুল ইসলাম (৫৩) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় রাজবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান টাইলস মিস্ত্রি মাইনুল ইসলাম। তিনি গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকার বিশ্ব প্রামণিকের ছেলে।

তিনি আরও জানান, একইদিন সকালে গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকার রেললাইন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা-রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা গেছেন। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে অনেকে দাবি করেছেন।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।