দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩শ ছাড়ালো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৭ জুন ২০২০

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় এক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও এক পুলিশ কনস্টেবলসহ জেলায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫ জন।

শনিবার (৬ জুন) রাতে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে শনিবার জেলার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, বীরগঞ্জের তিনজন, চিরিরবন্দরের দুইজন, কাহারোলের একজন ও বোচাগঞ্জের একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে এক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এক পুলিশ কনস্টেবল ও এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় এক বছর বয়সী মেয়ে ও সাত বছর বয়সী ছেলেও রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।