বংশাই নদীতে নিখোঁজ দুই কলেজছাত্রের একজনের লাশ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার দুপুরে উপজেলার আঙ্গারখোলা বাজারের পাশে বংশাই নদী থেকে মো. আব্দুল্লাহ (২৫) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের মো. বাছেদ মিয়ার ছেলে ও সরকারি সা’দত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে এখনও অপরজন নিখোঁজ রয়েছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, সকালে ফুটবল খেলা শেষে ওই দুই কলেজছাত্র নদীতে গোসল করতে নামেন। এরপর নিখোঁজ হন তারা। প্রথমে স্থানীয়রা তাদের পানির নিচে খুঁজতে থাকেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ওই ছাত্র নিখোঁজের তথ্য টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। দুপুরে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। অপর নিখোঁজ ছাত্রের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ