টাঙ্গাইলে দুই যুবলীগ নেতাসহ তিনজনের করোনাজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৭ জুন ২০২০

অবশেষে করোনায় জয়ী হয়ে বাড়ি ফিরলেন টাঙ্গাইলের গোপালপুরের দুই যুবলীগ নেতাসহ তিনজন। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী তার কার্যালয়ে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে করোনামুক্তির ছাড়পত্র দেন।

তারা হলেন- গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর ও উপজেলার ডুবাইল গ্রামের মো. আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন- গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কাইয়ুম সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল কবীর প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।