ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৪২ এএম, ০৮ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ে একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৭ জুন) রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ নিশ্চিত করেছেন।

জেলায় নতুন করোনা আক্রান্তরা হলেন- সদর উপজেলার কলেজপাড়ার ২ জন, শাহাপাড়ার ১ জন, জগন্নাথপুর ইউনিয়নের ১ জন।

এছাড়া রাণীশংকৈল উপজেলার ২ জন, বালিয়াডাঙ্গী উপজেলার ১ জন ও পীরগঞ্জ উপজেলার ২ জন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। নতুন করে জেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় ঠাকুরগাঁও জেলা এ পর্যন্ত মারা গেছেন ২ জন।

তানভীর হাসান তানু/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।