কিশোরগঞ্জে আরও ৬২ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৮ জুন ২০২০

কি‌শোরগ‌ঞ্জে লাফিয়ে বাড়ছে ক‌রোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। এ জেলায় নতুন করে আরও ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (৭ জুন) ‌জেলার সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেন। এ নি‌য়ে জেলায় আক্রা‌ন্তের সংখ্যা দাড়া‌লো ৬৬৪ জ‌নে। মৃত্যু হ‌য়ে‌ছে ১৫ জ‌নের। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২১ জন।

জানা গে‌ছে, গত ১ জুন ঢাকায় ৩১২ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ৪২ জন, ৩ জুন কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌ল‌জে‌র পি‌সিআর ল্যা‌বে ২৪ জ‌নের নমুনা পরীক্ষায় ৬ জন এবং ৫ জুন একই ল্যা‌বে ৭০ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ১৪ জন সহ মোট ৬২ জ‌নের কো‌ভিড-১৯ পজি‌টিভ পাওয়া যায়।

নতুন আক্রান্ত‌দের ম‌ধ্যে কি‌শোরগঞ্জ সদ‌রে ৮ জন, হো‌সেনপু‌রে ১ জন, ক‌রিমগ‌ঞ্জে ১ জন, তাড়াই‌লে ৩ জন, পাকু‌ন্দিয়ায় ১ জন, ক‌টিয়াদী‌তে ৩ জন, কু‌লিয়ারচ‌রে ১৩ জন, ভৈর‌বে ২৫ জন, নিকলী‌তে ১ জন ও বাজিতপু‌রে ৬ জন র‌য়ে‌ছেন।

কিশোরগঞ্জের ১৩টি উপ‌জেলার ম‌ধ্যে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা ৯০ জন, হোসেনপুরে ১৪ জন, করিমগ‌ঞ্জে ৪৫, তাড়াইলে ৫৩, পাকুন্দিয়ায় ৩০ জন, কটিয়াদীতে ৩০ জন, কুলিয়ারচরে ৩৫ জন, ভৈরবে ২৬৭, নিকলীতে ১১, বাজিতপুরে ৪৩, ইটনা ১৭, মিঠামইনে ২৫ ও অষ্টগ্রাম উপ‌জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।

এরই ম‌ধ্যে কি‌শোরগঞ্জ‌কে ক‌রোনা হটস্পট ঘোষণা করা হ‌য়ে‌ছে। রেড জোন হি‌সে‌বেও ঘোষণা করা হ‌চ্ছে হাওর অধ্যু‌ষিত এই জেলা‌কে।

নূর মোহাম্মদ/‌এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।