১৬ কোটি টাকার সাপের বিষসহ ধরা খেলেন ইকবাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৯ জুন ২০২০

ফেনী-নোয়াখালী সড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকার মূল্যের সাপের বিষসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সড়কের কাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এসময় দক্ষিণ কাশিমপুর এলাকাস্থ স্টারলাইন ফুড প্রোডাক্ট কারখানা সংলগ্ন একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে মো. ইকবাল হোসেনকে (৩৫) দুই পাউন্ড সাপের বিষসহ আটক করা হয়।

অভিযানের সময় মোটরসাইকেলে থাকা অন্য আরেক আরোহী পালিয়ে যায়।আটক মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার লাতু মিয়ার ছেলে।পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইকবালকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

রাশেদুল হাসান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।