আড়াই মাস পর বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার চালু হলো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর। বুধবার (১০ জুন) সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার (৮ জুন) বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকির (আইসিপি) শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সভায় ১০ জুন থেকে আমদানি-রফতানি শুরুর সিদ্ধান্ত হয়।

সরেজমিনে দেখা গেছে, আড়াই মাস বন্ধের পর আগের মতো কর্মচাঞ্চল্য ফিরেছে বুড়িমারী স্থলবন্দরে। সবাই স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম শুরু করেছেন। শ্রমিক থেকে চালক সবাইকে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বলেন, বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

Lalmonirhat-2

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, স্বাস্থবিধি মেনে বুধবার সকাল ৯টা থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম চলবে। আমরা অবশ্যই স্বাস্থবিধি মেনে বন্দরের সকল কার্যক্রম চালাবো।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার সুমেন কান্তি চাকমা ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল।

রবিউল হাসান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।