গাদাগাদি করে বসিয়ে কোচিং করানোয় প্রধান শিক্ষককে জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে বাসায় শিক্ষার্থীদের নিয়ে কোচিং করানোয় বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।
এলাকাবাসী জানান, সরকারি নিয়ম না মেনে করোনা পরিস্থিতির মধ্যেও হোসনে আরা দীর্ঘদিন ধরে তার বাসায় কোচিং ক্লাস চালিয়ে আসছিলেন। গোপন খবরে ভ্রাম্যমাণ আদালত বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান শিক্ষক হোসনে আরার বাসায় যান। সেখানে তার চারতলা ভবনের পাশের একটি রুমে শিক্ষার্থীদের বেঞ্চে গাদাগাদি করে বসিয়ে কোচিং করানো হচ্ছিল। এ সময় হোসনে আরাসহ অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। পরে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষককে জরিমানা করেন।
প্রধান শিক্ষক হোসনে আরা সবসময়ই তার নিজের খেয়াল খুশিমতো কাজ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানোর অভিযোগও রয়েছে। এছাড়া তার কোচিংয়ে না পড়লে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে না রাখার হুমকিও দেয়া হয়। প্রশাসনের কর্তাদের কাছে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা এসব অভিযোগ করলে তিনি কান্না করে ক্ষমা চেয়ে পার পেয়ে যান।
এলাকাবাসী জানান, হোসনে আরার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে কিংবা কোচিং না করলে কাউকেই তিনি ভালো চোখে দেখেন না। অন্য ক্লাসের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ালেও বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করতে হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ছাড় দেন না তিনি। তিনি কোচিং ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ২ হাজার টাকা করে আদায় করেন বলে অভিভাবকরা জানিয়েছেন। পঞ্চম শ্রেণিতে ৭১ জন শিক্ষার্থী রয়েছে তার।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, জরিমানা করার বিষয়টি আমাদের জন্য দুর্নামের। ওনাকে কোচিং না করানোর অনুরোধ করলেও তিনি মানেননি।
প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, কোচিং নয়, বাসার ভাড়াটিয়া তিনজনসহ পাশের বাসার কয়েকজন শিক্ষার্থী নিয়ে সময় কাটাচ্ছিলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকারি নিয়ম না মানায় তাকে জরিমানা করা হয়েছে। এরপরও তিনি নিয়ম না মানলে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
এস এম এরশাদ/এফএ/জেআইএম