ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাব স্থাপন করছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল। বেসরকারি এই মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবই হবে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম করোনা পরীক্ষার ল্যাব।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে।

ডা. মো. আবু সাঈদ বলেন, ল্যাব স্থাপনের কাজ শেষ পর্যায়ে। আজকের মধ্যে কাজ সম্পন্ন করতে পারলে আগামীকাল বৃহস্পতিবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করতে পারব বলে আশা করছি। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা যাবে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।