‘রেড জোন’ কুমিল্লায় আরও ৮৯ জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসের ‘রেড জোন’ খ্যাত কুমিল্লায় আরও ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চান্দিনা উপজেলা প্রশাসনের দুইজন কর্মকর্তা ও কৃষি ব্যাংক চান্দিনা শাখার একজন কর্মকর্তা রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৪৬ জন। বুধবার (১০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন।

তিনি বলেন, বুধবার প্রাপ্ত রিপোর্ট অনুসারে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ২৫ জন, চৌদ্দগ্রামে ৩৪ জন, মনোহরগঞ্জে একজন, চান্দিনায় সাতজন,আদর্শ সদর, মেঘনায় ও দাউদকান্দিতে দুইজন করে, নাঙ্গলকোটে চারজন এবং বুড়িচং, সদর দক্ষিণ ও লালমাইয়ে একজন করে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে করোনার সর্বশেষ আপডেট করা তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ১১৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬০৩ জনের।

বুধবার মনোহরগঞ্জে নয়জন, আদর্শ সদরে ও কুমিল্লা নগরীতে দুইজন করে মোট ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭১ জন। জেলার আদর্শ সদরে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।