মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরে হাটবাজারে ঘোরাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) বিকেলে ভূঞাপুর থানা মোড় ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। এ সময় ১৪ জনকে বিভিন্ন অঙ্কে ১৩৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করে হাটবাজারে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ১৪ জনকে জরিমানা করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস