৯ দিনেও মেলেনি করোনা পরীক্ষার রিপোর্ট, উপসর্গ নিয়েই মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১০ জুন ২০২০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ননুনা দেয়ার নয়দিন পর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী।

সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী বলেন, সাহেব আলী নামের ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে বুধবার মারা গেছেন। তিনি নায়ারণগঞ্জে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে ১০ দিন আগে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি আসেন তিনি। নয়দিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। তবে তার নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি। রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হলো।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলম বলেন, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে দুপুরে ওই বৃদ্ধকে দাফন করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।