মাদারীপুরে সেনাবাহিনীর ‘সম্প্রীতির বাজার’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে মাদারীপুরে গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য ‘সম্প্রীতির বাজার’ চালু করেছে সেনাবাহিনী।

রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট ইনস্টিটিউশন মাঠে বুধবার (১০ জুন) সকালে এ বাজার চালু করা হয়। বাজার থেকে পাঁচ শতাধিক পরিবারকে খাদ্যসহায়তা দেয়া হয় এদের মধ্যে রয়েছেন হিজড়া, বেদে সম্প্রদায় ও মালিসহ সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষ।

স্থানীয় সূত্র জানায়, রাজৈর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর ৯ ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনে ৬০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে চাল-ডাল, তেল, আটা, লবণ, পেঁয়াজ ও শুকনো খাবার এবং বিভিন্ন প্রকার সবজি বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে পটল, মিষ্টি কুমড়া এবং লাউ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের লে. কর্নেল আশরাফুল আলম খান, মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, রাজৈর উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, রাজৈ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহান নাসরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।