বাবাকে বিদায় দিয়ে আর বাড়ি ফেরেনি জান্নাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১০ পিএম, ১১ জুন ২০২০

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামের মাদরাসা ছাত্রী উম্মে জান্নাত (১৫) বাড়ি ফেরার পথে টাঙ্গাইল থেকে নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় সে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়রি করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন নিখোঁজ জান্নাতের বাবা শাহজাহান খান।

শাহজাহান খান বলেন, বুধবার সকালে মেয়েকে নিয়ে নাগরপুর থেকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে বিকাশ অফিসে যাই। সেখানে কাজ শেষে মেয়েকে টাঙ্গাইল বেবিস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠিয়ে দিই। আর আমি ঢাকার উদ্দেশে রওনা হই। ঢাকায় গিয়ে বিকেলে খবর পাই আমার মেয়ে বাড়ি ফিরে যায়নি। আমি তৎক্ষণাৎ ঢাকা থেকে টাঙ্গাইলে ফিরে মেয়ের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়রি করি।

মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন এই বাবা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন বলেন, জিডি পেয়েই আমরা দেশের সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে দিয়েছি। এর বাইরেও মেয়েটিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।