পানির স্রোতে ভেসে যাচ্ছিল লাশটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ জুন ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

তিনি বলেন, মরদেহটি ২৫-৩০ বছর বয়সী এক যুবকের। তার নাম-পরিচয় জানা যায়নি। চেহারা বিকৃত হয়ে গেছে। পরনে লুঙ্গি আছে। সকালে জোয়ারের পানিতে ভেসে যাচ্ছিল তার মরদেহ। পরে গাবতলা এলাকায় নদীর তীরে আটকা পড়ে। এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।