মোংলায় জাহাজে কর্মরত অবস্থায় চীনা নাগরিকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১১ জুন ২০২০

মোংলা বন্দরে আগত একটি বিদেশি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)।

গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় মারা যান তিনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া চীনা ওই নাগরিকের শরীরে করোনার উপসর্গ ছিল না বলে দাবি করেন তিনি। দীর্ঘ সাত মাস ফ্যান হংজি (৪৩) জাহাজে কর্মরত ছিলেন বলেও তিনি জানান।

সিঙ্গাপুর পতাকাবাহী এপিক সেন্ট কিটসথ জ্বালানি গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার (১০ জুন) বিকেলে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করে। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে বলে বন্দরের হারবার বিভাগ জানায়।

বন্দরে আসা বিদেশি ওই জাহাজটির শিপিং এজেন্ট মেসার্স ইউনি গ্লোবালের এজিএম (সহকারী ব্যবস্থাপক) সৈয়দ মামুনুল ইসলাম বলেন, মারা যাওয়া চীনা ওই নাগরিকের মরদেহ ডাক্তারি পরীক্ষা শেষে মোংলা থানায় জিডি করা হবে।

এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে মরদেহ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।