দাদির চড় খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১২ জুন ২০২০
ফাইল ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের তাইফাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনা আক্তার বেলছড়ি ইউনিয়নের তাইফাছড়া গ্রামের মো. মজিবুর রহমানের মেয়ে। সে গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছোট ভাইকে পড়ালেখা করার জন্য মারধর করে মিনা আকতার। এ কারণে তার দাদি তাকে চড়-থাপ্পড় মারেন। এতে রাগে-অভিমানে নিজের ঘরে গিয়ে বিষপান করে মিনা আকতার। এ সময় স্বজনরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।