আমরা সিরাজগঞ্জবাসী অভিভাবক হারালাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৩ জুন ২০২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে অভিভাবক হারাল সিরাজগঞ্জবাসী। কারণ তিনি ছিলেন জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান। সেই সঙ্গে ১৪ দলের মুখপাত্র ও সিরাজগঞ্জের অভিভাবক ছিলেন মোহাম্মদ নাসিম।

নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

একই সঙ্গে ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ নাসিমের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনও পূরণ হওয়ার নয়। আমরা সিরাজগঞ্জবাসী অভিভাবক হারালাম।

শনিবার (১৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে এসব কথা বলেন।

ডা. মিল্লাত বলেন, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিমের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন । তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। ১৪ দলের সমন্বয়ক নাসিম এমপির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়। আমরা সিরাজগঞ্জবাসী আমাদের অভিভাবক হারালাম। দেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ নাসিম এমপির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। সেই সঙ্গে নাসিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।