খাগড়াছড়িতে করোনার উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৩ জুন ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণজীবন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও সর্দি-কাশি নিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ওই আনসার সদস্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আসলে তাকে করোনা রোগী সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলেই তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানা যাবে বলেও জানান ডাক্তার পূর্ণজীবন চাকমা।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে চিকিৎসক, পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ একদিনে সর্বোচ্চ ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদরে ৩ জন, মানিকছড়িতে ৭ জন, রামগড়ে ৮ জন, দীঘিনালায় ৩ জন, মহালছড়িতে একজন এবং মাটিরাঙায় একজনের দেহে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে খাগড়াছড়িতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।