গোবিন্দগঞ্জ পৌর এলাকা রেড জোন ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৪ জুন ২০২০

গাইবান্ধায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হওয়া উপজেলা গোবিন্দগঞ্জের কয়েকটি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। গোবিন্দগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পুরোপুরি এবং ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়।

রোববার (১৪ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম এ ঘোষণা দেন। এছাড়াও উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর ও সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর (তরফকামাল) গ্রামের বেশ কয়েকটি বাড়িও রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে রেড জোন ঘোষিত এলাকায় লকডাউন কার্যকর হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বলেন, রেড জোন ঘোষিত এলাকার কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। এলাকার কেউ বাইরে কিংবা বাইরের কেউ ওই এলাকায় আসা-যাওয়া করতে পারবেন না। তবে জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা এর আওতামুক্ত থাকবে।

jagonews24

এর আগে দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, থানার ওসি একেএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার ৭ উপজেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫৮ জন। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ৬৩ জন করোনা রোগী রয়েছে। জেলায় করোনায় মারা গেছেন পাঁচজন আর সুস্থ হয়েছেন ২৪ জন।

জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।