পঞ্চগড়ে এবার মুক্তিযোদ্ধার মৃত্যু
পঞ্চগড়ে এবার জ্বর, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে আব্দুস সামাদ নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সদর ইউনিয়নের মৌলবীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। রোববার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
পারিবারিক ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিনের অ্যাজমা রোগী আব্দুস সামাদের মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হতো। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর দুইদিন পর শনিবার সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আইসিইউতে নেয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হলে রাতে সেখানে তার মৃত্যু হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সিরাজউদ্দৌলা পলিন বলেন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পুরোনো অ্যাজমা রোগী ছিলেন। হাসপাতালে ভর্তির পর তার তার বুকে এক্স-রে করানোর পর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়ায় রংপুরে পাঠানো হয়েছিল। এর আগে করোন পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে করোনা পরীক্ষার ফল পাওয়া গেলে তিনি করোনা সংক্রমিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।।
সফিকুল আলম/এমএএস/এমএস