লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৭ জুন ২০২০
ফাইল ছবি

লালমনিরহাট পৌরসভায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন সাবেক কমিশনারের স্ত্রী আলেয়া বেগম (৪৫) ও অন্য জন ঢাকাফেরত গার্মেন্ট নিরাপত্তাপ্রহরী নজরুল ইসলাম (৫০)।

বুধবার (১৭ জুন) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৪৫) মারা যান। উপসর্গ নিয়ে মারা যাওয়া আলেয়া বেগম ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলীর স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রী দুজনের সর্দি, জ্বর, কাশি হলে বাড়িতে চিকিৎসা নেন তারা। খবর পেয়ে করোনা সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কমিশনার সেকেন্দার আলীর পজিটিভ আসে এবংতার স্ত্রীর ফলাফল অপেক্ষমান থাকে। এরই মধ্যে গত সোমবার (১৫ জুন) বিকেলে শ্বাসকষ্ট দেখা দিলে আলেয়া বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তিনি মারা যান।

এদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে গাজীপুরের পোশাক কারখানার নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত নজরুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জের দক্ষিণ ঘ্যানেশম গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত ৯ জুন নজরুল ইসলাম অসুস্থ অবস্থায় গাজীপুর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি নিজ বাড়িতে স্থানীয় চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। আজ বুধবার দুপুরে তিনি মারা যান। তিনি গাজীপুরের একটি কারখানার নিরাপত্তাপ্রহরী হিসেবে চাকরি করতেন।

মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে তার পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, দাফন কাজের জন্য গঠিত কমিটি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা হচ্ছে।

রবিউল হাসান/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।