করোনায় সাবেক সমাজসেবা কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনের (৬২) মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান সঞ্চয়।
তিনি জানান, আনোয়ার হোসেন করোনা পজিটিভ ছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের মৃত মাওলানা আহম্মদ আলী সরকারের ছেলে।
তিনি গোবিন্দগঞ্জ, পলাশবাড়ীসহ বিভিন্ন জায়গায় সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর পরিবারসহ বগুড়ায় বসবাস করে আসছিলেন তিনি।
জাহিদ খন্দকার/বিএ