করোনা : স্বামীর মৃত্যুর ৯ দিন পর চলে গেলেন স্ত্রীও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৯ জুন ২০২০
ফাইল ছবি

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ৯ দিন পর মারা গেলেন স্ত্রীও। জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম।

তিনি জানান, উপজেলার আদ্রা গ্রামের পারভিন আক্তার (৪২) শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান। তার মরদেহ আজ দুপুরে বরুড়া তাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা স্বাস্থ্য বিধি মেনে দাফন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক জানান, করোনায় মারা যাওয়া ছফি ঢাকার পূর্বাচলে মেকানিকের কাজ করতেন। তিনি (ছফি) মারা যাওয়ার পর আজ শুক্রবার তার স্ত্রীও ঢাকায় মারা যান। মরদেহ গ্রামে আনার পর স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন রাতে পারভীন আক্তারের স্বামী মো. ছফি উল্লাহ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। তাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা তাকেও গ্রামের একই কবরস্থানে দাফন করেছিলেন।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।