প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে বল্লমবিদ্ধ হয়ে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২১ জুন ২০২০
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে নূর উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রোববার (২১ জুন) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত নুর উদ্দিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন ও মোনায়েম খার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিনের ভাতিজা নূর উদ্দিন।

আহতদের সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নূর মোহাম্মদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।