ফরিদপুরে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই বৃদ্ধ ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি চার মেয়ের বাবা।ফরিদপুরে লোকাল বাসের টিকিট কাউন্টারের মাস্টার হিসেবে কাজ করতেন। তবে বর্তমানে তিনি বাড়িতে অবসর জীবন-যাপন করতেন।
গত ২১ জুন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেয়া হয়। ওই দিনই পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
ওই বৃদ্ধের মেয়ে জানান, তার বাবা গত আটদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তার ঠাণ্ড লাগে। যা কোনোভাবেই সারছিল না। এর সাথে পরে দেখা দেয় শ্বাসকষ্ট।
তিনি বলেন, মঙ্গলবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তারা তার বাবাকে বেলা ১১টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, রাতে স্বাস্থ্যবিধি মেনে ওই বৃদ্ধর শেষকৃত্য সম্পন্ন হবে।
বি কে সিকদার সজল/এমএএস/এমকেএইচ