কুষ্টিয়ায় দুই করোনা রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৪ জুন ২০২০
ফাইল ছবি

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত ওই দু’জনই বুধবার সকালে মারা যান।

আসাদুল হক (৫৬) ও একাব্বর আলীসহ (৬৮) কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, গত ১৩ জুলাই কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার করোনা পজিটিভ রোগী আসাদুল হক (৫৬) ও ২২ জুলাই চর মিলপাড়া এলাকার একাব্বর আলীকে (৬৮) কুষ্টিয়া ২৫০ সহ্যা বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার তাদের দু’জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে বুধবার তারা দুজনই মারা যান।

প্রসঙ্গত, জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩৬ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেন ১২১ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালে ও অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার সিভিলি সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, খুলনায় চিকিৎসাধীন দুই রোগী প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান। স্বাস্থ্য-বিধি ও সরকারি নিয়ম অনুসরণ করে তাদের দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।