চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল
চুয়াডাঙ্গায় ২০০ ছাড়াল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জীবননগর ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন দুইজন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৩ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জীবননগর উপজেলার জীবননগর ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ছয়জন ও একই উপজেলার মনোহরপুর গ্রামের একজন ঢাকাফেরত নারী রয়েছেন।
গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলায়। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২০৩ জন নারী-পুরুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন দুইজন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছিল একজনকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
সালাউদ্দীন কাজল/এএম/এমকেএইচ