করোনা কেড়ে নিল সাবেক আ.লীগ নেতার প্রাণ
কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহিদুল হক সোনা মিয়া (৬৫) নামে এক সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনা মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌর এলাকার চন্ডিবের গ্রামের উত্তরপাড়া এলাকায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় সোনা মিয়ার নমুনা পরীক্ষা করা হয়। এরপর গত ১৫ জুন তার রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে রাত ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় স্বেচ্ছাসেবী টিম সোনা মিয়ার মরদেহ দাফন করে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনা মিয়ার মৃত্যু হয়েছে। এ নিয়ে ভৈরবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জন। এছাড়া গত চারদিনের রিপোর্টে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
আরএআর/এমএস