পাওনা টাকা চাওয়ায় মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২৭ জুন ২০২০

পটুয়াখালী পৌরসভার একটি রাস্তার কাজের মজুরি বাবদ ঠিকাদারের কাছে পাওনা টাকা চাওয়ায় উল্টো সিগারেট চুরির মামলার আসামি করা হয়েছে রাজমিস্ত্রি মো. ফারুক গাজীকে।

শুক্রবার (২৬ জুন) এর প্রতিবাদে পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রাজমিস্ত্রির স্ত্রী মোসা. মমতাজ বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী পেশায় রাজমিস্ত্রি। তিন বছর আগে মহিলা কলেজ থেকে দুই নম্বর বাঁধঘাট পর্যন্ত দুই লেনের রাস্তাটি নির্মাণ কাজে লেবার সর্দার হিসেবে আমার স্বামী ঠিকাদার আলহাজ আব্দুল জব্বার মৃধার কাছে দুই লাখ ৭৫ হাজার টাকা পাওনা রয়েছে। যা চাইতে গেলেই ঠিকাদার আমার স্বামীকে গালাগালি এবং হুমকি ধমকি দিয়ে আসছে। সম্প্রতি শহরের পুরান বাজারের হাজি অ্যান্ড সন্সে সিগারেট চুরির ঘটনা ঘটে। আব্দুল জব্বার মৃধা পরিচালক হিসেবে এ বিষয়ে সদর থানায় চুরির মামলা করেন। সেই চুরির মামলায় উদ্যেশ্যমূলকভাবে আমার স্বামীকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

বর্তমানে আমার স্বামী পালাতক থাকায় সংসার এখন অচল হয়ে পড়েছে এবং আমরা মানবেতর জীবন যাপন করছি। এ বিষয়ে পৌর মেয়রের কাছে আবেদন করেও প্রতিকার না পেয়ে গত ২১ জুন পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়রি করেন ওই নারী।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।