ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৮ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিলে গোসল করতে গিয়ে হামিদুর রহমান (১৫) ও রহিত (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে স্থানীয়রা উপজেলার গন্দর ব্রিজ (বিল) এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

মৃত শিক্ষার্থী হামিদুর রহমান রনহট্টা গ্রামের আলমের ছেলে।সে রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে এবং রহিত নারগুন গ্রামের সোহাগের ছেলে। সেও একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে উপজেলার গন্দর ব্রিজ এলাকায় ১০/১২ জন বন্ধু মিলে ফুটবল খেলছিল তারা। খেলা শেষে গোসল করতে বিলে ঝাঁপ দেয় হামিদুর ও রহিতসহ ৫ জন বন্ধু।

এসময় হামিদুর স্রোতে তোরে ডুবে যায় এবং রহিত নিখোঁজ হয়।কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে উঠলেও দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় রহিতের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।