সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ বনদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৮ জুন ২০২০

সাতক্ষীরায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ বনদস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার দিবাগত রাতে সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে আসাদুজ্জামান শেখ আসাদুল (২৬), একই গ্রামের আজাহার আলীর ছেলে সোহাগ হোসেন (২১), গণি সানার ছেলে শাহাজালাল সানা (৩০), চন্ডিপুর গ্রামের ইফসুফ আলী গাজীর ছেলে আইয়ুব আলী গাজী (২৬) ও একই গ্রামের বাবর আলী মোড়লের ছেলে মাকসুদুর রহমান (৪২)।

jagonews24

রোববার (২৮ জুন) সন্ধ্যায় র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি বজলুর রশীদ জানান, সুন্দরবনে কতিপয় জলদস্যু ডাকাতি করার প্রস্তুতি নিয়েছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী থেকে মালঞ্চ নদী বরাবর বয়ার সিং নামক এলাকা থেকে পাঁচ বনদস্যুকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, দস্যুদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান, একটি বিদেশি তৈরি একনলা বন্দুক, কার্তুজ সাত রাউন্ড, চাইনিজ কুড়াল একটি ও দুটি কাস্তে উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

আকরাম/এমএএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।