এসপির ভালোবাসায় আপ্লুত করোনা আক্রান্ত ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০২ এএম, ২৯ জুন ২০২০

করোনা মহামারিতে রণাঙ্গনের সাহসী যোদ্ধা কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। করোনা থেকে এলাকার মানুষকে রক্ষার যুদ্ধে তিনি ছিলেন সম্মুখ সারিতে। কিন্তু কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন নিজেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। করোনা আক্রান্ত ওসির মনোবল চাঙ্গা রাখতে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। চিকিৎসাসহ ব্যক্তিগত খোঁজখবর নেয়া ছাড়াও তিনি নানা রমক ফলফলাদি ও পুষ্টিকর খাবার পাঠাচ্ছেন অসুস্থ পুলিশ কর্মকর্তার জন্য।

পুলিশ সুপারের এমন ভালোবাসায় মুগ্ধ করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। এ জন্য তিনি ও তার পরিবার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

SP-Kishorgonj-1

পুলিশ সুপারের পাঠানো উপহার এবং নিয়মিত খোঁজ খবর নেয়ার বিষয় নিয়ে রোববার বিকেলে ওসি তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেখানে তিনি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘স্যারের প্রতি আমি চির কৃতজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য তিনি আমাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। সার্বক্ষণিক আমার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। প্রতিদিন ফলসহ উন্নত খাবার পাঠাচ্ছেন। এ জন্য আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ। আমার স্যার দেশের সেরা পুলিশ সুপার।’

কথা হলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ও রাজারবাগে পুলিশ বুক পেতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে, আত্মোৎসর্গ করেছে। এবার করোনার বিরুদ্ধে এ যুদ্ধেও শামিল হয়েছে পুলিশ। যতদিন করোনা থাকবে ততদিন পুলিশ বীরত্বের সঙ্গে এই যুদ্ধের মোকাবিলা করবে। আর এ যুদ্ধে অংশ নেয়া প্রতিটি পুলিশ সদস্য ও কর্মকর্তার মনোভাব চাঙ্গা রাখতে পরস্পরের ভালো-মন্দ খোঁজ খবর নিচ্ছি এবং সহযোগী হচ্ছি।

তিনি বলেন, এটি একটি সম্মিলিত সামাজিক আন্দোলন ও যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হওয়ার সর্বশেষ সব রকম প্রচেষ্টা অব্যাহত থাকবে পুলিশের। এটিই হচ্ছে আমাদের পথ নির্দেশক আইজিপি মহোদয়ের নির্দেশ।

নূর মোহাম্মদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।