৯৫ দিন পর ভোমরা বন্দর দিয়ে রফতানি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৯ জুন ২০২০

টানা ৯৫ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে রফতানি কার্যক্রম। সোমবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে রফতানি কার্যক্রম শুরু হয়। এর আগে টানা ৮৭ দিন পর গত ২০ জুন বিকেলে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছিল।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এনাম হোসেন জানান, টানা ৯৫ দিন পর আজ থেকে ভোমরা বন্দর দিয়ে রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুই ট্রাক মশারির নেট ও রাইচ ব্যান্ড অয়েল (কুড়োর তেল) আর ঝুট কাপড় ভারতে রফতানি হচ্ছে। কত পণ্যবাহী ট্রাক ভারতে গেল বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলো তার সঠিক পরিসংখ্যান সন্ধ্যার পর জানা যাবে।

তিনি বলেন, গত ২০ জুন ভারত থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছিল। করোনাকালে ভোমরা বন্দরের রাজস্ব ক্ষতি হয়েছে আড়াইশ কোটি টাকারও বেশি।

jagonews24

এদিকে ৯৫ দিন ভারতে আটকা পড়া ৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা দেশে ফেরেন। তাছাড়াও ভারতে রফতানির জন্য জিরো পয়েন্টে অপেক্ষায় রয়েছে ৪০-৫০টি পণ্যবাহী ট্রাক।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক বিশ্বজিত সরকার জানান, করোনায় লকডাউনের কারণে ভারতে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশিরা। আজ ৯ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছেন। এছাড়াও ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ইমিগ্রেশন।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।