চুয়াডাঙ্গায় গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবায় সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৯ জুন ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৯ জুন) দিনব্যাপী চুয়াডাঙ্গার দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ চত্বরে সেনাবাহিনীর ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে প্রায় তিন শতাধিক গর্ভবতী নারীকে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় তাদের মাঝে পুষ্টিকর খাবার, ওষুধ, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেন সেনা সদস্যরা।

jagonews24

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন, মেজর রাজিব জাহান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রমুখ।

যশোর সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের মাঝে পুষ্টিকর খাবার এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।