চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাদের মৃত্যু হয়।
এরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের নুরুল ইসলাম মিয়াজি (৭১) ও শ্রী কালিয়া গ্রাামের আবু তাহের (৬০)।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে।
এদিকে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার জেলায় আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২১ জন, হাইমচরের দুইজন, মতলব দক্ষিণের দুইজন, মতলব উত্তরের দুইজন, ফরিদগঞ্জের একজন, হাজীগঞ্জের দুইজন ও শাহরাস্তি উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০৩ জন। করোনায় মৃতের সংখ্যা ৬০ জন।
ইকরাম চৌধুরী/আরএআর/এমএস