করোনাভাইরাসে আ.লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৩ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জুলফিকুল সিদ্দিকী (৫০) নামে ফেনীর এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুলফিকুল সিদ্দিকী ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকঞ্জুরা গ্রামের মৃত ফরিদুর রহমানের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক জানান, জুলফিকুল সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে ১০-১২ দিন আগে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২ জুলাই) তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

রাশেদুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।