মাদারীপুরের রাজৈর থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৮ জুলাই ২০২০

মাদারীপুরের রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত জাহানকে প্রত্যাহার করে জেলার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ নির্দেশ দেন। তবে সেখানে নতুন কাউকে এখনও দায়িত্ব দেয়া হয়নি।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, ওসি শওকত জাহানকে লাইন ওআর হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কী কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা পুলিশের নিয়মিত বিষয়ের মতো তাকে সংযুক্ত করা হয়েছে। বিশেষ কোনো কারণে সংযুক্ত করা হয়নি।

উল্লেখ্য, রাজৈর থানার ওসি মো. শওকত জাহানের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসাদাচরণ ও মানুষকে বিনা কারণে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে। এছাড়া ব্যবসায়ীদের ধরে থানায় নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রতিবাদে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিলেন রাজৈরবাসী।

নাসিরুল হক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।