ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে জমিতে আমন ধান রোপণের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই কৃষকের নাম আমিরুল ইসলাম (৪২)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সোলটোহরি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
জানা যায়, আমিরুল তার বাড়ির পাশেই আমন ধান রোপণ করার জন্য জমিতে যান। বেলা সাড়ে ৩টার সময় হঠাৎ বজ্রপাতে আমিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ১৫ নং দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বজ্রপাতে আমিরুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানভীর হাসান তানু/জেডএ