চৌমুহনীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে যুবলীগ নেতা ফয়েজ আহমেদ সুমনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (১৫ জুলাই) দুপুরে চৌমুহনীর করিমপুর সিঙ্গার রোডে এ বিক্ষোভ করা হয়।

ফয়েজ আহমেদ সুমনের পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা যুবলীগ নেতা সুমনের বাসা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় পিটিয়ে ও কুপিয়ে পাঁচজনকে আহত করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরসহ ছয় জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দেয়া হয়। তবে এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। হামলার পর সুমনের পরিবারের সদস্যদের দেখতে গেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।