নিখোঁজের দুইদিন পর নদীতে ভেসে উঠল মাদরাসাছাত্রের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৬ জুলাই ২০২০

 

নিখোঁজের দুইদিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদী থেকে রাতুল মিয়া (১০) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফতুল্লার বক্তাবলীর ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতুল কেরানীগঞ্জের চররোহিতপুর এলাকার ট্রাকচালক সোহেল মিয়ার ছেলে। স্থানীয় মাদরাসায় লেখাপড়া করতো সে।

ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল মোরশেদ বলেন, ১৪ জুলাই সকালে কালিগঙ্গা নদীতে গোসল করতে নামে রাতুল। তখন স্রোতে ভেসে যায় সে। স্থানীয় জেলে ও ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করেও রাতুলের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় জানতে বিভিন্ন স্থানে সংবাদ পাঠানো হয়। পরে ছেলের মরদেহ শনাক্ত করেন রাতুলের বাবা।

মো. শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।