এক কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে : পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৭ জুলাই ২০২০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার প্রতিটি দুর্যোগে জনগণের পাশে রয়েছে। এবার এক কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে। তৃণমৃল পর্যায় থেকে সকল স্তরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে মানবিক সহায়তার তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়া উপজেলায় বিগত দিনে ২৭টি আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম। এবারও আমাদের সে প্রস্তুতি রয়েছে। আমরা জনগণের পাশে রয়েছি। বন্যাদুর্গত এলাকায় নেতাকর্মীরা সার্বক্ষণিক মানুষের খোঁজখবর নিচ্ছেন।

polak

তিনি বলেন, মানুষকে নিরাপদে রাখার জন্য ইতোমধ্য চারটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। সরকার জনগণের বিপদে পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।

তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হেসেনের পরিচালনায় অনুষ্ঠানে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।