দিনাজপুরে অতি বৃষ্টিতে রেললাইনে মাছ শিকারে মেতেছেন নারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২০ জুলাই ২০২০

দিনাজপুরে টানা বৃষ্টিতে খাল, বিল, পুকুর, পাড়া মহল্লা, বিভিন্ন মার্কেট, হাট বাজার, রাস্তা-ঘাট, রেলওয়ে স্টেশন ডুবে গেছে। এরই মাঝে পানিতে ডুবে যাওয়া খাল-বিলগুলোতে চলছে মাছ শিকারের উৎসব।

গতকাল রোববার বেলা ১২টার দিকে বৃষ্টি কমলে সরজমিনে দেখা যায়, সেতাবগঞ্জ রেলস্টেশনে রেললাইনের মাঝখান দিয়ে বৃষ্টির পানির স্রোত যাচ্ছে। সেখানে শত শত মানুষ মশারি, জাল, শাড়ি ও ওড়না নিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন। এর মাঝে জেলার বিভিন্ন হাট বাজারে মাছ শিকারের জাল ও ফাঁদের বিক্রি বেড়েছে।

সেতাবগঞ্জ স্টেশনের রেল লাইনে বৃষ্টির পানির স্রোতে মাছ শিকার করতে আসা লুৎফন নেছা জানান, সকাল থেকে অনেক মাছ পেয়েছি।পুটি, কৈ ও চপড়াসহ বিভিন্ন মাছ ধরেছি।

তবে বৃষ্টির কারণে জনদুর্ভোগ বেড়েছে। সকাল থেকে কাঁচা বাজার বসেনি। প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হয়নি। শহরে অনেক দোকানপাট খুলেনি। দিনাজপুর শহরের সবচেয়ে বড় সাপ্তাহিক হাট রেলবাজার হাটে গরু হাট বসেনি। জেলায় কুরবানির গরু বিক্রির হাটগুলোও ছিল ফাঁকা।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে ২৪ ঘণ্টায় ( রোববার বিকেল ৩টা পর্যন্ত) ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত অতি বৃষ্টি অব্যাহত থাকবে।

দিনাজপুর পাউবোর পানি বিজ্ঞান উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইলিয়াস হোসেন বলেন, বিকেল ৩টা পর্যন্ত জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বাড়া অব্যাহত থাকলে রাতের মধ্যে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করবে। তবে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে আত্রাই নদীর।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।