সোনাগাজীতে ছাত্রলীগকর্মী হত্যা : অস্ত্র-গুলিসহ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২০ জুলাই ২০২০

ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগকর্মী শামীম হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী সাঈদ আনোয়ার প্রকাশ আনোয়ার হোসেনকে (২৮) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২০ জুলাই) সকালে সোনাগাজীর জিরো পয়েন্ট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ার আমিরাবাদ ইউনিয়নের তিন বাড়িয়া গ্রামের মো. হানিফের ছেলে।

rab-1

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাগাজী জিরো পয়েন্টে এলাকায় অভিযান চালিয়ে ফেনীর ছাত্রলীগকর্মী শামীম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামি সাঈদ আনোয়ার প্রকাশ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে, পরে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

স্থানীয় সূত্র জানায়, গত বছর ঈদুল আজহার রাতে আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগকর্মী মো. শামীমকে হত্যা করা হয়।

এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।