মুরগির ঘরে হাত দিতেই কামড়ে দিল সাপ, গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে কোহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারগাড়া (গাছুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কোহিনূর বেগম একই গ্রামের হবিবর রহমানের স্ত্রী ।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে মুরগি রাখার ঘর থেকে ডিম সংগ্রহ করতে যান কোহিনুর। এ সময় ঘরের ভেতর হাত দিলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তিনি চিৎকার দেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা লাঠিসোটা নিয়ে মুরগির ঘরটি ঘিরে নিয়ে সাপটি মেরে ফেলেছেন বলেও জানান চেয়ারম্যান।
জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম