নৌকা নিয়ে পানিবন্দি মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিলো তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২১ জুলাই ২০২০

মাদারীপুরে শিবচরে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।

মঙ্গলবার সকালে উপজেলার সন্যাসীরচর, বন্দরখোলা, মাদবরচর এলাকায় বন্যা কবলিত দুইশ পরিবারের মাঝে তারা এসব খাদ্য সহায়তা প্রদান করেন।

সংস্থাটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একটি নৌকা নিয়ে বন্যায় পানিবন্দি এলাকাগুলো ঘুরে বয়স্ক ও অসহায় মানুষের হাতে তুলে দেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ কেজি চাল, ১ লিটার তেল ও ১ কেজি ডাল।

Shibchar

শাহাদাৎ হোসেন মুন্না বলেন, দেশে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এমন পরিস্থিতিতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের নিরাপদ খাদ্য সহায়তায় আমরা এগিয়ে এসেছি। আমাদের এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।